ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে বিনামূল্যে ৪০০ প্রান্তিক কৃষক পেলেন মাসকালাইয়ের বীজ ও সার 

ঈশ্বরদীতে বিনামূল্যে ৪০০ প্রান্তিক কৃষক পেলেন মাসকালাইয়ের বীজ ও সার 

পাবনার ঈশ্বরদীতে কৃষি প্রণোদনা কমসূচির আওতায় খরিপ -২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের অফিস চত্বরে ঈশ্বরদী কৃষি সম্পসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে মাস কালাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্পসারণ কমকর্তা কৃষিবিদ মিতা সরকারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কৃষক নেতা মুরাদ আলী মালিথা প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ -২ মৌসুমে প্রণোদনা কমসূচির আওতায় ঈশ্বরদীতে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাস কালাইয়ের বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উল্লেখ্য, দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাসকালাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ঈশ্বরদী,কৃষক,বীজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত